শোন,
আর কখনো চলতি রেলের চেন ধরে তুই টানিস না।
বুট চানাচুর বাদাম ভাজা ডাকিস না।
স্বপ্নগুলো দে না উড়ে যেতে,
কষ্ট হলেও এক্কেবারেই আমায় মনে রাখিস না।
সত্যি হলো,
উড়ন্ত বক তুই তো শুধু একলা ভালো-বাসিস না।
হাত বাড়ালেই আমায় কেন চাস?
তোর দু’চোখে, চৈত্র মাসের ঘোর সর্বনাশ।
তোর জগতে আমায় নিয়ে ভাবনা সারি সারি,
তোর দু’ধারে নদীর মাঝে নিত্য মহামারী,
অসহ্য, তোর ভালোবাসার গুঁতো,
তোর মতো আর বেকুব আছে দুটো!
শোন,
এখন থেকে তোর পাথর আর আমার দিকে গড়াস না,
কী দোষ ছিলো, হেনো-তেনো বাদ-বিচারে,
আমায় ভুলেও জড়াস না।
রেল লাইনের সমান্তরাল ভুলে,
তোকেই না হয় আঁছড়ে দিলাম ফেলে।
মনের মাঝে ফালতু তাগিদ বাড়াস না।
থাকলে, ভালোই থাকিস,
না-হলে আর আমার মাঝে হারানো দিন আবার খুজে,
যন্ত্রণা আর বাড়াস না।
কেমন আছি?
বিরক্তিকর প্রশ্ন করিস শুধু, ভালো-ই আছি খারাপ না!
আরো জানুন: বাঁচুন
No Comments