“এ কেবল আপনাদের নয়, কেবল আমার নয়,
আমাদের সকলের,
লেট আস বেটার টু নো,
এ কেবল ডিউটি নয়, এ এক অকৃত্রিম প্যাসন,
প্রাণপ্রিয়, এটাই টিমওয়ার্ক।”
“এভাবেই সর্বোত্তম।”
“না না ঠিকঠাক এভাবে নয়,
ওভাবে, ওভাবেই কেন নয়?”
এভাবেই রূপকল্প, চা নাস্তা ডিনার।
“ডাকো হাড়জিরজিরেকে ডাকো,
অর্ডার। অর্ডার।”
প্রাণপ্রিয়, এটাই টিমওয়ার্ক।
“ছোঁ, ছোঁ, অদক্ষ কর্মীর হাত,
অতি সাধারণ, অপক্ক, অপটু, উৎপাত।
অযথাই বেতন চলে,
নন ডেডিকেটেড, ওয়ার্থলেস, বাকওয়াস।”
“ওভার অল উই আর ডিসসেটিস্ফায়েড,
কমপ্লিটলি আনফিট।”
দায় কে নেবে,
কে দায় নেবে,
কে নেবে দায়?
আফটার অল টিমওয়ার্ক!
“হাড়জিরজিরেই দোষী।”
লেটস্ ফাইল ইট।
No Comments