কে চায় চাতক বিনে?
কে ফেরে নীড়ে, দাম দিয়ে কষ্ট কিনে?
হঠাৎ; চেনা মানুষগুলো, অনেক বেশি বন্য ছিলো!
সন্দেহ হয়; এমন না-হয়, মানুষগুলোই অন্য ছিলো!
কক্ষণো না, ছিঃ! জানতে কি চাও সব হারানোর মানে!
বার কয়েকের দোষ নিয়ো না; স্বপ্নভরা- ভগ্নপ্রাণে!
কেঁদো না শব্দ করে।
তোমার কান্নার শব্দে কারো কারো ঘুম ভেঙে গেলে,
তারা বিরক্ত হবেন । জানো না কি?
আপাতবধীর শ্রবণেন্দ্রিয় দিয়ে ততোটুকুই তারা শোনেন,
ঠিক যতোটুকু শুনতে চান ওরা।
তোমার নাদ প্রতিধ্বনিত হয়ে, পিরামিড অথবা
চিনের প্রচীর, এমনকি হিমালয় গাত্র থেকে ফিরে এলেও,
তোমার মর্মপীড়া বুঝবে না কেউ।
খুব ভালো বোঝে তারা,
কোনো ঋতু, কোন মাস, কোনো কাল কখন কী বলে।
তোমার আধফোঁটা গোলাপ; তুমি, চিবিয়ে গিলে ফেলো,
নচেৎ; তোমার মুল্যবোধের শবচ্ছেদ হবে,
যে কোনো সময়। বস্তুত ছিদ্রান্বেষীদের মাঝে
আমি কোনো ফাঁরাক পাইনি খুজে ।
কাঁদছো ? শোনো দুঃখ করো না।
এখনো মানুষ আছো তুমি, আন›দে ভাসো,
এখনো অনুভূিত তোমায় ছোঁয়।
No Comments