প্রিয়,
কখনো কখনো বৃষ্টিস্নান ভালো লাগে।
মনে হয় আকাশ থেকে ঝরনা ঝরে পড়ুক,
মাথা পেতে নিই ঝরনার অবিরাম ধারা।
কখনোই ভেসে যেতে ভালো লাগে না,
ভেসে যেতে ভালো লাগে না।
গড়ানো ধারা ধুয়ে দিলে ক্লান্তি আমার,
ভালো লাগে।
শীতলতা পৌঁছে গেলে,
আবরণ ভেদ করে হৃদয়ের কাছাকাছি,
ভালো লাগে।
কেবল অসহ্য ঠান্ডায় জমে যেতে
ভালো লাগে না।
বয়ে চলা ধারার স্রোতে পা ভেজানো রসবোধ,
ভালো লাগে,
ভালো লাগে মাঝে মাঝে শান্ত জলাধারে সাঁতরে নিতেও,
কেবল; ডুবে যেতে কখনোই ভালো লাগে না।
ইতি,
তোমার আমি।
Read More Poem: Kobi Tonmoy Saha
No Comments