ভুলে গেলে তুই আবার শুরু ধ্যাত্তেরিদের গল্প,
গালগল্পের সূচনালগ্নে মিথ্যে মিথ্যে কল্প।
মন থেকে বল ভাল্লাগে না আমার কথকথা!
মিথ্যে কেবল থাকিস ভুলে ভালোলাগা কতো কথা।
এর নাম তুই জীবন বলিস, এর নাম নাকি বাঁচা!
বাচালতা ঘটে তালা অঁাটা মুখে, অবিরাম অলসতা।
চেপে চেপে রাখ চোখ বঁুজে থাক, আমায় ডাকিস না,
বন্দি দুপরে চার দেয়ালে বন্দি থাকিস না।
মুখ ফুটে তুই যতোই বলিস, আমি বেইমান দুষ্ট,
তবু তোকে নিয়ে নিয়মিত লিখি আমার কবিতাগুচ্ছ।
কাঁদে সুখ জানালায়,
ভালো থাকা সুখ বেমানান বড় আজকের জামানায়।
Read More >>> Acda Rabindranath Jega Chilen
No Comments