প্রমাদের কালো ফিঙে বসে ছিলো রসহীন কাঠে;
ছটফটে ছোট মাছ ঠোঁটে গুঁজে নিয়ে।
মাছটাও নির্দোষ, ফিঙেটাও নিষ্পাপ।
মাঝখানে ফিঙে-ফিঙে চোখ
হয়ে গেলো রসের আড়াল।
বাঁচার আকুতি যেনো মাছের মোচড়!
মধ্যদূপুরে, বিকালের পর, সন্ধ্যা কি রাত্রি গভীরে
কোনখানে ফিঙেপনা চোখ
পাঁজরের হাড় খুঁজে পায়নি!
1 Comment