সাদা শাড়িতে তোমাকেও বেশ মানাবে,
একদিন ভোরে যখন হেঁটে বেড়ানো মানুষটা আমি,
আর উঠবো না আলস্যে বিছানা ছেড়ে,
তুমি যেন নাটক ভেবো না।
ততোক্ষণে শক্ত শরীর আমার, ভাঁজ ভাঙে না।
সাদা শাড়িতে, তোমাকেও বেশ মানাবে সেদিন।
তুমি যদি মরো ?
আচ্ছা যাও, পরের বার বরাবর…
এখনো আমার মনে রূপসী অপ্সরা রমণীর স্বপ্ন আছে,
অন্ধকারে কালো হরিণ, ধরবার তাড়া আছে। এবার নাহয়,
মোটা দাগে, আমাদের মিলিত জীবনই জিতুক!
তুমি যদি মরো!
আমিও না-হয় দু’দিন চুল আঁচড়াবো না,
কাঁদোকাঁদো মুখ করে গুণগান গাইবো তোমার,
পড়বো সফেদ জামা,
পকেটে থাকবে টুকটুকে লাল রুমাল।
ওটুকুতে উঁকি দেবে, আমার বর্নালি অথচ অনিশ্চিত ভবিষ্যৎ!
আমি বললাম,
মিছামিছি গালি দিয়ো না প্রিয়াত্মা,
এই ভালো, ভালোবাসায় মিথ্যাচার নেই।
তুমি বললে,
“বলোতো কেমন মানুষ তুমি, কেমন মানুষ!
ভালো মানুষের প্রেমও চাও না…!”
No Comments